অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পরীক্ষার হলে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ, কমিটি বাতিল

0
.

পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভে আসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ মনির হোসেন সুমন। এ ঘটনায় সমালোচনা শুরু হলে শনিবার কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।’

গত শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন । লাইভের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই কমিটি বাতিলের ঘোষণা এলো।

সদ্য বিলুপ্ত কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ছিল না। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নিয়ে কমিটি চলে আসছিল। পরীক্ষার হলে ফেসবুক লাইভ করে ঠিক কাজ করেনি সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।