অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অতিরিক্ত টাকা আদায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ

0
.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ভারতীয় ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে বেনাপোল বন্দর দিয়ে সোমবার (১৫ই জুলাই) সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

ভারতীয় সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী অভিযোগ করে বলেন, বেনাপোল স্থলবন্দরে কর্মরত নাইট গার্ড, হ্যান্ডলিং শ্রমিক ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কর্তৃক বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট হতে অতিরিক্ত বকসিস নামে অতিরিক্ত টাকা আদায় করে। টাকা না দিলে ড্রাইভার ও খালাসীদের অহেতুক হয়রানী ও নির্যাতন করা হচ্ছে। বেনাপোল বন্দরে হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে ও এর প্রতিকারের দাবীতে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে বেনাপোল স্থলবন্দরের সমস্ত প্রকার আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক মালিক ও ট্রান্সপোর্ট মালিক সমিতি।

তিনি আরো বলেন,বকসিস এর নামে জোর করে টাকা আদায় বন্ধ না হলে কোন পন্যবাহি ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশী ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।