অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোবাইলে ১০০ টাকা কথা বললে সরকার কেটে নেবে ২৭ টাকা

0
.

মোবাইল ফোনে ১০০ টাকা কথা বললে সরকার পাবে ২৭ টাকা। এখন সরকার নিয়ে যায় ২২ টাকা। ফলে গ্রাহক যত বেশি কথা বলবে তত বেশি কর পাবে সরকার। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করের সঙ্গে ‘বাড়তি’ ৫ শতাংশ যোগ হচ্ছে। বাড়তি করহার পাস হলে মোবাইল সেবায় মোট করহার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরও বেড়ে যাবে।