অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা অনিক হত্যার ৬ আসামীর আত্মসমর্পন

0
.

নগরীর চট্টেশ্বরী রোডে পিতার সামনে ছাত্রলীগ নেতা অনিক হত্যা মামলার এজাহারভূক্ত ৬ আসামী আদালতে আত্মসমর্পন করেছে।  আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আসামী চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির হয়ে আত্মসমপর্ণ করে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ৬ এজাহারভূক্ত আসামী হলেন-মিন্টু দাশ (৩২), রকি দাশ (২২), অপরাজিত (২২), অভি (২১),  দুর্জয় (২১),অজয় (২১)।

বাদী মোহাম্মদ নাছিরের আইনজীবি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মোটরসাইকেলে হর্ণ বাজানোকে কেন্দ্র করে গত বছরের ১৮ জুন রাতে দামপাড়া চট্টেশ্বরীর মোড়স্থ সাবেক মন্ত্রী এম এ মান্নানের বাড়ীর সামনে এলাকায় যুবলীগ নামধারী সন্ত্রাসী মহিউদ্দিন তুষার, মিন্টু দাশসহ ১০-১২ জন ছুরিকাঘাত করে খুন করে ছাত্রলীগ নেতা আবু জাফর অনিককে। বাবার সামনেই এ হত্যাকান্ডটি ঘটে।

ঘটনার পর ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অনিকের বাবা মো. নাছির উদ্দিন। মামলার আসামিরা হলেন, যুবলীগের কথিত নেতা মহিউদ্দীন তুষার (৩০), বাঁশখালি উপজেলার মধ্যপ্রাচ্য প্রবাসি হারাধন দের ছেলে