অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আয়কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
.

আয়কর আইনের ব্যবহারিক বিষয়ে নবীন আয়কর আইনজীবীদের আয়কর পেশায় আত্মনিয়োগে সহায়ক ও কর্পোরেট অফিসে আয়কর আইন বিষয়ে কর্মরত কর্মকর্তাদের মানোন্নয়নে আয়কর আইন ও প্র্যাকটিস এর উপর আয়োজিত ফাউন্ডেশন কোর্সের ৬ষ্ঠ সেশনের মধ্যে ৫ম সেশনের ২টি প্র্যাকটিক্যাল ক্লাস গতকাল শুক্রবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে ১ম ক্লাস (গৃহ সম্পত্তি এবং ব্যবসা ও পেশা খাতে আয়ের উপর) পরিচালনা করেন বাবু সুমন চন্দ্র দে এম.বি.এ, এফ.সি.এ, পার্টনার-এম.আর.এইচ দে এন্ড কোং (র্চার্টাড এ্যাকাউন্ট্যান্ট) এবং ২য় ক্লাসে আয়কর রিটার্ন প্রস্তুতির উপর সরাসরি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করেন মোঃ এরাদত উল্লাহ, এফসিএ, অধ্যক্ষ এস. আহমেদ এন্ড কোং (চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট)।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কর আইনজীবী ও বিভিন্ন কর্পোরেট অফিসে সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত কর্মকর্তাগণ। পরবর্তী ও ফাউন্ডেশন কোর্সের সমাপনী সেশন অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল শুক্রবার।  প্রেসবিজ্ঞপ্তি।