অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইপিজেডে আর্থিক দৈন্যতার কারণে রিক্সাচালকের আত্মহত্যা

0
.

নগরীর ইপিজেড এলাকায় আর্থিক দৈন্যদশার কারণে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মো: আবুল কালাম (৩৮) নামে এক রিক্সাচালক। ইপিজেড থানাধীন লেবার কলোনীর জাহাঙ্গীর কলোনীতে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ দুপুর ১২টা নাগাদ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত রিক্সাচালক মো: আবুল কালাম ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ দরবেশ গ্রামের চৌধুরী মিয়ার পুত্র।

ইপিজেড থানার কর্তব্যরত এস আই শাহ আলম পাঠক ডট নিউজকে জানায়, আমাদের কাছে একটি আত্মহত্যার ঘটনার খবর আসলে আমরা লেবার কলোনী এলাকার জাহাঙ্গীর কলোনী গিয়ে রিক্সাচালক আবুল কালামের ঝুলন্ত লাশটি দরজা ভেঙ্গে উদ্ধার করে করেছি।

আত্মহত্যার কারন সম্পর্কে আমরা নিহতের স্ত্রীর কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করলে জানতে পারি, আবুল কালাম প্রায় ৫ হাজার টাকা দেনায় ছিল। রিক্সাও চালাতে পারতো না প্রতিদিন। এতে করে সংসারের সম্পূর্ণ ভার বহন করতে হতো তার স্ত্রীকে । এ নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হলে আত্মহত্যার পথ বেছে নেয় আবুল কালাম।

ইপিজেড থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।