অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মারামারি কাটাকাটি অব্যাহত থাকলে বিনিয়োগ কিভাবে বাড়বে

1
.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন দেশে মারামারি কাটাকাটি অব্যাহত থাকলে বিনিয়োগ কিভাবে বাড়বে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে এক সময় বিনিয়োগ স্থবিরতা দেখা দিয়েছিল। ধীরে ধীরে বিনিয়োগ বাড়ার ফলে দেশ এখন বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে উঠছে।

তিনি আজ রবিবার দুপুরে কর্ণফুলি নদীর অপর তীরে পটিয়ার জুলদা এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে কেনিয়ার জন্য নির্মাণকৃত জাহাজ ‘দরিয়া’ হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

.

বক্তব্যে অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে জাহাজ নির্মান শিল্পের গৌরবময় ইতিহাস রয়েছে। তিনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে ডেনমার্কসহ বিভিন্ন দেশের জন্য ৩৫টি জাহাজ নির্মান করেছে যা দেশের জন্য গৌরবময় বলে উল্লেখ অর্থমন্ত্রী ।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

১ টি মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    সহমত।