অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৪ বছর পর উত্তর জেলা ছাত্রলীগ পেল পূর্ণাঙ্গ কমিটি

0
.

দীর্ঘ চার বছর তিন মাস পর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। রবিবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ৩১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে আড়াই মাস পর তানভীর হোসেন চৌধুরী তপুকে সভাপতি ও মুহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

এর প্রায় চার বছর তিন মাস পর ৩১৬ জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেয় বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। বর্তমানে ঘোষিত কমিটিতে ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৮৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় ও উপ সম্পাদকীয় পদে রয়েছে ১৮৬ জন। কমিটিতে সদস্য পদে রয়েছেন ২৩ জন।