অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে দুই ভাইকে পিটিয়ে হত্যার মামলার ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

0
.

২০০৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ভাইকে পিটিয়ে হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাস করে কারাদণ্ড দিয়েছেন।দণ্ডিতরা হলো- বাদশা আলম, ফারুক মিয়া, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ

মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত চার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ২০০৮ সালের ২০ এপ্রিল রাত তিনটার দিকে সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় ইক্যুইটি রেডিমিক্স কারখানার ভেতরে মোহাম্মদ হারুন ও তার ফুপাতো ভাই জাহেদুল আলম। পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।