অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

0
.

অন্যান্য ক্রিকেটারদের চেয়ে দুদিন বেশি ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এসেই করোনা টেস্টে পজেটিভ এসেছে তারা। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী সাকিবের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে দেশে ফিরেছেন সাকিব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, বিসিবির কোভিড প্রোটকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।