অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পরকীয়ার জেরে হত্যা, ৪ জনের ফাঁসির আদেশ

0
.

পরকীয়ার জেরে রাজশাহীর নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের এক কর্মচারী হত্যায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিয়ামতপুরের শ্যামপুর এলাকার জিন্নাত আলী মণ্ডলের ছেলে মো. বাদল মণ্ডল (৪৬), একই এলাকার জলধরের ছেলে শ্রী বিমল শিং (৫০), বিমল শিংয়ের স্ত্রী শ্রী মতি অঞ্জলী রানী (৪৫) ও বিমল শিংয়ের ছেলে শ্রী সুবোধ শিং (২০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামিদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ এপ্রিল রাজশাহীর তানোরে প্রকাশ সিংকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত প্রকাশ সিংয়ের বাবা নির্মল সিং বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। প্রকাশ সিং তানোর উপজেলার চৈরখর গ্রামের নির্মল শিংয়ের ছেলে এবং রাজশাহীর নবরুপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিলেন।