অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুদিন ধরে বন্ধ এস আলমের ভোজ্যতেলের কারখানা

0
.

সারাদেশে ভোজ্যতেলে দাম বৃদ্ধি এবং সংকটের চললেও চট্টগ্রামে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এস আলম কারখানা গত দুইদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

সারা দেশে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে এস আলমের কারখানা পরিদর্শন করেতে গিয়ে এ তথ্য জানতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

.

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দেখা গেছে, দুইদিন ধরে তাদের তেল উৎপাদন বন্ধ। তবে তাদের পর্যাপ্ত তেল আছে। কি পরিমাণ আছে তা এখনো জানায়নি তারা। তাদের মেশিনারিজ সমস্যার কারণে আজকেসহ দুইদিন ধরে কারখানা বন্ধ আছে বলে জানিয়েছে।

অভিযানের সময় সয়াবিন তেলের পাঁচ লিটারের একটি বোতলের গায়ে বাড়তি দাম লেখা দেখতে পেয়েছেন জানিয়ে ফয়েজুল্লাহ বলেন, ওই বোতলের মোড়কে ৮৩৫ টাকা লেখা ছিল। কিন্তু সরকারি হিসেবে হওয়ার কথা ৭৯৫ টাকা। কারখানার লোকজন বলেছে, আগের হিসেবে মোড়কে এ দাম লেখা ছিল। সেসব বোতল বাজারে যায়নি। প্রাথমিকভাবে বিষয়টি দেখতে পাওয়ায় তাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রামে সয়াবিন তেলের কোনো ‘ঘাটতি নেই’ দাবি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজুল্লাহ বলেন, সররবরাহও এখন ঠিক আছে। এছাড়া জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে এস আলম এডিবল অয়েল মিলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, মেশনারি মেরামতের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ অভিযান পরিচালনা করেন।