অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেক বন্ধুর মৃত্যু…

0
মুক্তিযোদ্ধা আবুল কালাম ও তার বন্ধু মোঃ আবুল হোসেন

সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর মৃত্যুর খবর শুনে তারই যুদ্ধকালীন বন্ধু বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেনও মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

আজ শনিবার সকাল ৯ টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আরও খবর-আমেরিকায় মারা গেলেন সীতাকুণ্ড বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ

জানা গেছে, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ ও আবুল হোসেন দুইজনই এক সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধে অংশ নেন। যুদ্ধ পরবর্তী সময়ের পর থেকে তাদের দুইজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় থাকে।

গতকাল শুক্রবার রাতে বন্ধু আবুল কালাম আজাদ আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আজ শনিবার সকালে বন্ধুর মৃত্যুর খবর শুনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন বন্ধু আবুল হোসেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাত্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে,এম আবু তাহের বিএসসি বলেন, তারা দুইজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ মারা যাওয়ার খবর শুনে আবুল হোসেন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।