অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে আইএফআইসি ব্যাংক লুটের চেষ্টা ব্যর্থ

0
.

রাজধানীতে বেসরকারি ব্যাংক আইএফআইসির বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। দুর্বৃত্তের একটি দল দেয়াল কেটে ভেতরে ঢুকে পড়ার পরপর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হওয়ার পর তারা সফল হতে পারেনি।

ঘটনাটি ঘটে শনিবার রাতে। তবে পুলিশ সেটি জানিয়েছে আজ রবিবার।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তথ্য পেয়ে ভোরে আরও দুই জনকে আটক করা হয়।

তবে আটক কারও নাম-ঠিকানা এখনই জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা। জানিয়েছেন, বিষয়টি নিয়ে ব্রিফিংয়ে আসছেন তারা। সেখানেই বিস্তারিত জানানো হবে।

ঘটনাটি কীভাবে ঘটল- এ বিষয়ে সংক্ষিপ্ত একটি বর্ণনা দিয়েছেন তিনি।

আসাদুজ্জামান জানান, ব্যাংকটির দেয়াল কেটে ভেতরে ঢুকে কয়েকজন ব্যক্তি। তখন ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। ওই ঘটনায় একটি করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দলটি ব্যাংকটি লুট করতে পারেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন অন্য একজন পুলিশ কর্মকর্তা।