অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডের আজীবন সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, সৈয়দ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ পরিষদের আয়োজনে চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের অধিবাসী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের সাথে উক্ত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

.

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড সাবেক প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু’র পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ জোন চেয়ারপার্সন লায়ন মো.গিয়াস উদ্দিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, জেনারেল সেক্রেটারী প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম আজাদ, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ডা.পারভেজ ইকবাল শরীফ।

বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সাংবাদিক আবুল হাসনাত, চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সদস্য, পাহাড়তলী লৌহজাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুল আলম, নুরুল ইসলাম শাহাবুদ্দিন।

.

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডা. কামরুন নাহার দস্তগীর, সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, লায়ন ড. মো সানাউল্লাহ, লায়ন এসএম কুতুব উদ্দিন, মো. সাগির, আলহাজ্ব মো. আহসান উল্লাহ, আলহাজ্ব মো. হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আবু তৈয়ব, ডা. কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা করোনাকালীন সময়ে যারা কাজ করেছেন তাঁদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেলকে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিজয় করার মাধ্যমে হাসপাতালের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার আহ্বান জানান। মতবিনিময় সভায় শতাধিক আজীবন সদস্য উপস্থিত ছিলেন।