অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য,ফটিকছড়িতে যুবক গ্রেফতার

0
.

পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফটিকছড়ি থেকে রমজান আলী (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি থানার ফেনুয়া নামক স্থান থেকে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রমজান আলী (২২)। তাঁর বাড়ি ফটিকছড়ির লেলাং ইউনিয়নে।

ফটিকছড়ি থানা-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রমজান আলীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।